• ঢাকা,বাংলাদেশ
  • শনিবার | ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:০৯
  • আর্কাইভ

বিজয় দিবস

৯:১৪ পূর্বাহ্ণ, ডিসে ১৫, ২০১৭

রক্তক্ষয়ী  নয় মাস যুদ্ধ

ত্রিশ লক্ষ  তাজা প্রাণ

মা বোনের ইজ্জতের বিনিময়ে

অর্জিত  এই স্বাধীমতা।

 

বাংলার দামাল ছেলে

আবাল বৃদ্ধ  বণিতা

মরিয়া হয়ে ছুটেছে

তোমাকে পেতে হে স্বাধীনতা।

 

তোমারি জন্য বুকের

তাজা রক্ত ঢেলে

পাকিস্তানি  হায়েনার

বোনাটের আঘাতে

হয়েছে ক্ষত বিক্ষত

আমার মা বোনদের

সম্মান হয়েছে লুন্ঠিত।

 

কত মায়ের কোল

হয়েছি খালি

কত সন্তানের বাবা

নিজ সন্তানকে

দিয়েছে বলি

কত নারী নিজের

প্রিয়জনকে দেশ মাতৃকার স্বার্থে

উৎসর্গ করেছে দেশের তরে

সালাম জানাই তার মহানুভবে।

 

এক মহান নেতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

তার ৭ মার্চের ভাষণের শানিত শব্দ চয়নে

এ জাতি যার যা কিছু আছে

তা নিয়ে ঝাপিয়ে পড়েছিল যুদ্ধে।

 

যার ফলশ্রতুিতে আজকের বাংলাদেশ

স্বাধীন সার্বভৌম  একটি ভূখন্ড

পৃথিবীর বুকে দাড়িয়েছে মাথা তুলে

পেয়েছে লাল সবুজের পতাকা।

 

তার জন্যে আজ বিজয় উল্লাসে

মেতেছে এ জাতি

আলোকসজ্জায় সজ্জিত

অফিস- আদালত আর ঘর- বাড়ি

বাহারি পতাকায় শোভিত রাস্তাঘাট

লাল সবুজের জাতীয় পতাকায়

বাঙালির অহংকার উন্মত্ত।

 

শিশুরা আজ সেজেছে

লাল সবুজে পতাকা মুখ আকছে

দিনভর নানা আয়োজন

আর আড়ম্ভরে পালিত হচ্ছে দিনটি

কোথাও বিজয় র্যালী

জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের

চলছে সংবর্ধনা

  • যারা শহীদ তোমাদের

আমরা কখনও ভুলবোনা।

—–কবি- মনিকা মুক্তা

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

১১:০১ অপরাহ্ণ, সেপ্টে ১০, ২০২২

কবিতা- মায়াজাল...

১০:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ০৮, ২০২২

নারী কবিতা : ফাতেমা-তুজ-জোহরা(মনিকা)...

১১:৫৯ পূর্বাহ্ণ, এপ্রি ১৪, ২০২০

আজব পহেলা বৈশাখ : কবি- মনিকা মুক্তা...

১০:০৫ অপরাহ্ণ, ফেব্রু ১৫, ২০২০

রোগী আর ডাক্তার...

৮:৫৯ অপরাহ্ণ, নভে ০৯, ২০১৯

স্বরচিত কবিতায় ‘বুলবুল’...



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com