৪:০০ অপরাহ্ণ, জানু ০১, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :
বছরের প্রথম দিনে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। আর বছরের শুরুতে বই পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত। সোমবার সকালে সদর উপজেলার বাংগাখাঁ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে এমন চিত্র দেখা গেছে।
সদর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ২৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
বাংগাখাঁ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মমিন খাঁন এর সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ওমর ফারুক, ফারহানা হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংগাখাঁ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। অত্র স্কুলের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, সদস্য হারাধন বিহারী দাস, শিরিন আক্তার, সমাজ সেবক মো. আরিফ চৌধুরী, মিজানুর রহমান বেগ, স্কুলের সহকারি শিক্ষক মো. তারেক হোসেন, সেতারা বেগম, শামছুন নাহার বেগম, রোকসানা নার্গিস, খাদিজা ইয়াসমিন, শামছুন নাহার, শামিম মো. আহাদ, আশরাফুন নাহার, নুশরাত জাহান প্রমুখ।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি, স্কুল ফিডিং কর্মসূচির কথা উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান সরকার মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করার লক্ষে কাজ করে যাচ্ছে। তাই শিক্ষার্থীদেরকে নিয়মিত স্কুলে উপস্থিত থাকা এবং লেখা-পড়া শিখে আগামি দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় অংশ গ্রহনের জন্য আহ্বান জানান তাঁরা।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩