• ঢাকা,বাংলাদেশ
  • শনিবার | ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:০০
  • আর্কাইভ

বজ্রপাতে রায়পুরে যুবকের, রামগতিতে বৃদ্ধের মৃত্যু

৭:০৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীরের রায়পুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া রামগতিতে মাছ শিকার করতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়।

জানা গেছে, রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকাছিয়া গ্রামের মিজি বাড়ির আব্দুল আজিজ (২৫) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। গকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই যুবক টুনুরচরে কাজ করতে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে। এতে মিয়ারহাট নয়াদাগ মসজিদের পাশে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার হোসেন আলীর ছেলে এবং পেশায় একজন কৃষক। রায়পুর থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, রামগতিতে বৃষ্টির মধ্যে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে কালু মাঝি (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের একটি খালে জাল নিয়ে মাছ শিকার করতে যান তিনি। এতে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কালু মাঝি রামগতির আলেকজান্ডার ইউনিয়নের সোনালি গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ইসহাক মাঝি বাড়ির মৃত ইসহাক মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুর রশিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাত হয়। বজ্রপাতের শব্দে খাল থেকে মাছ উঠে আসে। কালু মাঝি বাড়ির পাশের একটি খালে জাল দিয়ে মাছ শিকার করতে গেলে সে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com