• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:১১
  • আর্কাইভ

বঙ্গবন্ধু

১১:০৫ পূর্বাহ্ণ, আগ ১৫, ২০১৯

                             -ফাতেমা-তুজ-জোহরা (মনিকা)

বাংলার বন্ধু বঙ্গবন্ধু

যার জন্য আজ বাংলাদেশ

লাল সবুজের পতাকা

পেয়েছি  একটি ভূখন্ড

পেয়েছি  একটি মানচিত্র

তিনিই  শেখ মুজিবুর রহমান।

১৯২০ খ্রিঃ ১৭ মার্চ টুঙ্গিপাড়া

জন্মেছিল ছোট্ট খোকা

বাবা- মা ভাবতো তাকে বোকা

কারন নিজের জুতা নিজের জামা

গায়ের চাদর কিংবা ছাতা

বিলিয়ে দিত গরীব দুঃখীর মাঝে

অন্যকে খুশি করা যে

কেবল তার বেলাতেই সাজে।

কিশোরেই এই ছেলেটি ছিল সাহসী

স্কুলের এক অনুষ্ঠানে এলেন

মূখ্যমন্ত্রী এ কে ফজলুল হক

সাহস করে কেউ বলতে পারেনি

তাদের চাহিদা তাদের সমস্যা

কিন্তুু কিশোর মুজিবুর

অকুতোভয়  সাহসী অকপটেই

বলে ফেললেন ছাত্রাবাসের দুরাবস্হা

সেদিনই বীজ বপন হয়েছিল নেতৃত্বের।

১৯৪৭ এ তরুন ছাত্রনেতা

মহান নেতা ভাসানীর সান্নিধ্য

১৯৪৮ এ রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ

১৯৫২ এর ভাষা আন্দোলন

রাষ্ট্র ভাষার দাবিতে অনশন

৫৩ তে যুক্তফ্রন্ট  গঠন

৫৪ তে  যুক্তফ্রন্টের নির্বাচন

৫৭ তে ২১ দফা পেস

৫৮ তে মন্ত্রীপরিষদ ত্যাগ

৬৬ র ছয়দফা ৬৯ গণঅভ্যুত্থান

বঙ্গবন্ধু  উপাধি লাভ

আগরতলা ষড়যন্ত্র মামলা

৭০ এর নির্বাচনে নিরঙ্কুশ  বিজয়

বারো বার কারাবরণ

এসবের একমাত্র কারন

বঙ্গবন্ধু তুমি না থাকলে

এসব হতোনা চয়ন।

তুমি যে অবিসংবাদিত নেতা

তার প্রমাণ তোমার ৭ই মার্চের ভাষণ

তোমার ডাকে সাড়া দিয়েছিল বাঙালি জাতি

ছিল না ঢাল তলোয়ার নয়

সম্বল ছিল বাঁশের লাঠি।

২৫শে মার্চের কালো রাত্রি

২৬ শে প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা

অতপরঃ তোমার কারাবরণ

মুজিব নগরে অস্হায়ী সরকার গঠন

তোমাকে করেছিল রাষ্ট্রপতি

বাংলাদেশ প্রজাতন্ত্রের গঠন

সবখানে শুধু তুমি আর তুমিময়

কারন বাঙালি জাতি

তোমার হাত ধরে হাটতে শিখেছে

তোমাকে ছাড়া তারা অভিভাবকহীন।

তোমার সম্মোহনী  শক্তি আজো বিরল

কিন্তু সে শক্তি দিয়ে অন্তরের কলুষ

ঘুচাতে পারোনি মানুষ করতে পারোনি

তাই তারা তোমাকে করেছে হত্যা

বাঙালি জাতি হয়েছে কলংকিত কুলষিত

এ এক লজ্জ্বার অধ্যায়।

মহান নেতা তোমাকে আজও সালাম

বেঁচে থাক বাঙালির হৃদয়ে

চিরস্মরণীয়  হয়ে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

১১:০১ অপরাহ্ণ, সেপ্টে ১০, ২০২২

কবিতা- মায়াজাল...

১০:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ০৮, ২০২২

নারী কবিতা : ফাতেমা-তুজ-জোহরা(মনিকা)...

১১:৫৯ পূর্বাহ্ণ, এপ্রি ১৪, ২০২০

আজব পহেলা বৈশাখ : কবি- মনিকা মুক্তা...

১০:০৫ অপরাহ্ণ, ফেব্রু ১৫, ২০২০

রোগী আর ডাক্তার...

৮:৫৯ অপরাহ্ণ, নভে ০৯, ২০১৯

স্বরচিত কবিতায় ‘বুলবুল’...



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com