• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:২৩
  • আর্কাইভ

ফেসবুকে ফাঁস হয়ে যাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের সব তথ্য!

১০:০০ অপরাহ্ণ, এপ্রি ২৯, ২০১৭

এই যুগে অনলাইন ব্যবহার করে শুধু সুবিধা নেওয়ার কথা চিন্তা করলে ভুল করবেন। কারণ আপনাকে বিপদে ফেলতে সদা প্রস্তুত আছে সাইবার অপরাধীরা। তাই নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। এবং তা খুব সিরিয়াসলি নিতে হবে। হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ। অন্যান্য কোন সাইট বা অ্যাপ ব্যবহার করতে গিয়ে কখনো কখনো মেসেজের নিয়ম কানুন না পড়েই আমরা ‘Agree’ বাটন প্রেস করে দিই। এর জন্য বহু হোয়াটস অ্যাপ ব্যবহারকারীকে মারাত্মক সমস্যায় পড়তে হয়েছে। তাদের হোয়াটস অ্যাপের সমস্ত তথ্য ফেসবুকে শেয়ার হয়ে গিয়েছে। আপনারও যদি এমন হয়ে থাকে, তাহলে জানুন কীভাবে এটা বন্ধ করবেন। যদি আপনি এখনই ‘Agree’ বাটন না প্রেস করে থাকেন, তাহলে “Read more” বাটন প্রেস করে আগে টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিন। এর মাধ্যমে আপনি আপনার হোয়াটস অ্যাপের ডেটা ফেসবুকে শেয়ার হয়ে যাওয়া বন্ধ করতে পারবেন। আর যদি ‘Agree’ বাটন প্রেস করে থাকেন, তাহলে জানুন কী করবেন- ১) আপনার হোয়াটস অ্যাপ ওপেন করুন। ২) সেটিংসে যান। ৩) এবার অ্যাকাউন্টে যান। ৪) share my account info and uncheck the box-এ ক্লিক করুন। এবার আপনি নিরাপদ। তবে ভুলেও কখনো না জেনে বুঝে কোনো অ্যাপের পারমিশন agree করবেন না।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com