৬:৪৪ অপরাহ্ণ, জুলা ৩১, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আবদুল্লাহ আল নোমান হিমেল (২৫) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে র্যাব। এ সময় তার ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দুপুরে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে লক্ষ্মীপুর র্যাব-১১ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটককৃত হিমেল লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বেলায়েত হোসেন মানিকের ছেলে। সে পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, হিমেল ফেজবুকে দীর্ঘদিন থেকে মিথ্যা ও উস্কানিমূলক স্ট্যাটার্স দিয়ে আসছে। এতে গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়ানোসহ সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। সর্বশেষ গতকাল তার ব্যবহৃত ফেজবুক আইডি ‘‘Abdulla All Noman Hemal’’ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যা ও বিভ্রান্তি মূলক একটি স্ট্যাটাস দেয়। সে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩