• ঢাকা,বাংলাদেশ
  • মঙ্গলবার | ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৪৭
  • আর্কাইভ

ফেজবুকে প্রধানমন্ত্রীকে কুটুক্তির অভিযোগে কুশাখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন 

১০:৫৮ অপরাহ্ণ, এপ্রি ১২, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ফেজবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে কুটুক্তির অভিযোগ তুলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) স্থানীয় ইউপি কার্যালয়ের সমূখ্যে শান্তির হাট বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন শুভ, রেদোয়ান হোসেন প্রমুখ।

মানববন্ধনকারীদের অভিযোগ, কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা ছালেহ উদ্দিন মানিক তার ব্যবহৃত ফেজবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে পোষ্ট করেছেন। এতে দেশনেত্রীকে অবমাননা করা হয়েছে। ফলে মানববন্ধনকারীরা ইউপি চেয়ারম্যানের পদ থেকে মানিককে অপসারণের দাবি জানিয়ে ঘটনার বিচার দাবি করেছেন।

মানববন্ধন শেষে শান্তিরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

অন্যদিকে চেয়ারম্যান ছালাহ উদ্দিন মানিক দাবি করেন, তার ফেজবুক পেজটি হ্যাক করে অন্য কেউ এ ছবি পোষ্ট করেছে। বিষয়টি তিনি জানতেন না। তবে ঘটনাটি যখন তিনি অবগত হয়েছেন, এরপরই ৯ এপ্রিল তিনি চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। নির্বাচন কেন্দ্রীক প্রতিপক্ষের লোকজন দ্বারা তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com