১১:০০ অপরাহ্ণ, মে ০১, ২০২২
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজের উদ্যোগে পাঁচ শতাধিক রোজাদারকে ইফতার করানো হয়েছে। রবিবার ২৯ রমজানের দিন সন্ধ্যায় চরশাহীর রামপুর আমজাদ মিয়াজি বাড়ি জামে মসজিদে এ আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম মিয়াজি, বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) জয়নাল আবেদীন সহ স্থানীয় গণ্যমান্য লোকজন।
রিয়াজ বলেন, আজকে ২৯ রমযান আমার এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে ইফতার করলাম। অনেক ভালো একটা সময় কেটেছে। আল্লাহ তায়ালা যেন আমাদের ইফতার ও দোয়া কবুল করে।