• ঢাকা,বাংলাদেশ
  • বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:২১
  • আর্কাইভ

নোমান-রাকিব হত্যা মামলার ৪ আসামী রিমান্ডে

৮:২৪ অপরাহ্ণ, এপ্রি ২৮, ২০২৩

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের পোদ্দার বাজারে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যা মামলায় গ্রেফতারকৃত চার আসামীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে মূল আসামিসহ সিসিটিভি ফুটেজ যাদের দেখা গেছে তাদের মধ্যে এখনো কেউ আটক হয়নি।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

পুলিশ আদালতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা বেলায়েত হোসেন।

আসামীরা হলেন, হত্যার মামলার এজাহার নামীয় ৫ নম্বর আসামী মনির হোসেন রুবেল ও ৪ নম্বর আসামী সবুজ, ১৪ নম্বর আসামী আজিজুল ইসলাম বাবলু এবং ইসমাইল হোসেন।

এদের মধ্যে মনির হোসেন রুবেলকে র‍্যাব-১১ এর সদস্যরা আটক করে। বাকী তিন জনকে আটক করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

ঘটনার সূত্র জানায়, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে পোদ্দার বাজার ব্রীজের পশ্চিম পাশে নাগেরহাট সড়কের মাদরাসাতুল আবরার নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাস্তার পাশে সাবেক যুবলীগ নেতা নোমানের মাথায় পিস্তল ঠেকিয়ে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। এর আগে নোমানের সাথে থাকা ছাত্রলীগ নেতা রকিব ইমামকে ঘটনাস্থলের অদূরে একটি করাত কলের পাশে গুলি করা হয়।

বুধবার রাতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীকে প্রধান আসামী করে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নোমানের ভাই ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে আরও ১৪-১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com