৯:০৯ অপরাহ্ণ, আগ ২৩, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ব্যাপক আয়োজনের মধ্যেদিয়ে পালিত হচ্ছে মানবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভজন্মষ্টমী। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া হতে শুরু হয়ে উত্তর তেমুহনীতে থেকে দক্ষিণ তেমুহনী প্রদক্ষিণ করে।
এর আগে শ্যাম সুন্দর জিউর আখড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউজ্জামান ভূইয়া, জেলার সহকারী পুলিশ সুপার পংকজ দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. রতন লাল ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষ্যে সকালে চিত্রাংকন প্রতিযোগীতা এবং দুপুরে মহাযোগ্য অনুষ্ঠিত হয়। রাতে অভিষেক ও প্রসাদ বিতরণ করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষ্যে আরও দুইদিন (শনি-রবি) ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩