১:২৪ অপরাহ্ণ, অক্টো ১৩, ২০১৭
বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক কালের প্রবাহ পত্রিকার বার্তা সম্পাদক শাহাদাত হোসেন দিপু সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাতের তিনটি আঙ্গুল ভেঙ্গে যায়।
শুক্রবার ( ১৩ অক্টোবর) দুপুরে দক্ষিণ মান্দারী চতালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার আগে সাংবাদিক দিপু নিজ বাড়ী দক্ষিণ মান্দারী এলাকা থেকে মোটরসাইকেলে মান্দারী বাজার যাওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে তিনি জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
সাহাদাৎ হোসোন দিপু দৈনিক ভোরের ডাক পত্রিকার সদর উপজেলার (চন্দ্রগঞ্জ থানার) প্রতিনিধি ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’র প্রচার সম্পাদক।