২:৫১ পূর্বাহ্ণ, অক্টো ২৯, ২০১৭
সৈয়দ মীর নজরুল ইসলাম
রাতি দিনে দুর্নীতিবাজ পাপ পঙ্কিলতায়
তালবাহানায় ধরে কতো বায়না,
সদা সর্বদা ডুবে থাকে মিথ্যায়
কভুও তারা সত্যের পথে যায়না।
টেবিলের ‘পরে তলে সমানতালে দু’হাতে
ফাইল ধরিয়ে দিয়ে কলমের খোঁচায়,
উপহার উপঢৌকণ নেয় বাঁ হাতে
কে আছে আর তাকে আটকায়।
কথায় গলাবাজিতে ওস্তাদ সে
ঘুষ খায়না দৃঢ়কন্ঠে বলে বেড়ায়,
অথচ ঘুষ খায় দেদারসে
তবুও বলে ঘুষ মোটেও খায়না।
যতোই ধরোনা কেন সামনে তার
ঋদ্ধতায় শুদ্ধ হওয়ার আয়না,
দুর্নীতিবাজ যেন কভুও আর
সরল সঠিক ভাল হতে চায়না।