• ঢাকা,বাংলাদেশ
  • বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৫৬
  • আর্কাইভ

থানা হবে সেবার কেন্দ্রবিন্দু ও আস্থার যায়গা : লক্ষ্মীপুরে আইজিপি

৬:১৪ অপরাহ্ণ, মার্চ ০৭, ২০১৯

স্টাফ রিপোর্টার :

থানা যাতে আস্থার যায়গা হয়,কোন ভাবেই যেন হতাশার যায়গা না হয়। অযথা যেন কোন নিরীহ লোকজন হয়রানির শিকার না হয়। সেবা নিতে আসা লোকজনের দুঃখ কষ্টে পুলিশের অবস্থান নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট ওসি ও এসপিকে। দেশের মানুষ নির্বিঘ্নে সার্ভিস পেতে পুলিশকেই প্রমান করতে হবে পুলিশ জনগণের বন্ধু। বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুর ১২ টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী লক্ষ্মীপুরে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক আরো আরো বলেন, বাংলাদেশকে যেভাবে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করা হয়েছে, ঠিক সেভাবেই মাদক মুক্ত করা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গঠনে ভিষন-২০৪১ বাস্তবায়নে সচেষ্ট থাকবে পুলিশ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের ভূমিকা কি থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক পুলিশ পেশাগত দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে, তারা পেশাগত দায়িত্ব পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন।

অন্যান্যের মধ্যে আরো ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে নব নির্মিত চন্দ্রগঞ্জ থানা ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি।

গণপূর্ত বিভাগের অর্থায়নে ৪ তলা বিশিষ্ট এ ভবনে ব্যায় হয় ২ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com