৮:০৫ পূর্বাহ্ণ, নভে ২৮, ২০১৭
কালের প্রবাহ অনলাইন:
ঢাকায় আনসারুল্লাহ বাংলা টিমের দুইজন গ্রেপ্তার
রাজধানী ঢাকার গেণ্ডারিয়া এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাক (২৮) ও আব্দুল মমিন ওরফে সোহেল(৩২।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গণমাধ্যমে র্যাবের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
খুদে বার্তায় র্যাব আরো জানায়, গ্রেপ্তার দুজন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাঁদের কাছ থেকে বিস্ফোরক ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে জানান, গতকাল সোমবার রাতে র্যাব-১০ অভিযান চালিয়ে গেণ্ডারিয়া এলাকা থেকে আব্দুর রাজ্জাক (২৮) ও আব্দুল মমিন ওরফে সোহেলকে (৩২) গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিস্ফোরক ও উগ্রবাদী বই পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
৫:২৭ অপরাহ্ণ, ফেব্রু ২৭, ২০২৩
২:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রু ২৪, ২০২৩
৯:২৮ অপরাহ্ণ, ফেব্রু ২১, ২০২৩