• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৪৩
  • আর্কাইভ

জয়পুরহাট সুুগার মিলস্ লিঃ এর আখ মাড়াই শুরু

৬:১১ অপরাহ্ণ, ডিসে ১৫, ২০১৭

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ এবার ৭.৫ রিকোভারিতে ৪ হাজার ৫ শ’ মে. টন চিনি উৎপাদনের লক্ষ মাত্রা নির্ধারন করে ২০১৭-২০১৮ মৌসুমের মাড়াই শুরু হয়। এ উপলক্ষে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গনে বিকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব এবিএম আরশাদ হোসেন।

ডিজিএম আব্দুস সালাম ফকিরের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বিশিষ্ট আখচাষী আব্বাস আলী মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মুজিবুর রহমান, এ্যাডঃ নিপেন্দ্রনাথ মন্ডল পিপি, আখ চাষী কল্যাণ সমিতির আহ্বায়ক কে এম লায়েক আলী প্রমুখ।

মাহফিল শেষে ডোংগায় আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই এর, শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এবার ৬ হাজার ৪ শ’ ৪০ একর জমিতে আখ চাষ হয়েছে। এর মধ্যে ৬০ হাজার মে. টন আখ মিলে সরবরাহ হবে। এ আখ মাড়াই চলবে ৪৫ দিন।

উল্লেখ্য, জয়পুরহাট সুগার মিলস লিঃ প্রতিষ্ঠা লগ্ন মৌসুমে পর পর ৩ মৌসুমই লাভজনক ছিল। এর পর ৫/৬ মৌসুমে লোকসান হলে আবার ও ১৯৭২-৭৩ মাড়াই মৌসুম থেকে টানা ১১ টি মাড়াই মৌসুম এবং ৩/৪ টি মৌসুম বাদে ৫৪টি মাড়াই মৌসুমের মধ্যে মোট ১৯টি মৌসুমে লাভ হয়েছিল। ওই সময় পর্যাপ্ত পরিমান আাখ চাষ এবং তা মিলে সরবারহ করায় দীর্ঘ সময় মিল চালানোর ফলে লাভ করা সম্ভব হয়েছিল।
কিন্তু বর্তমানে স্বল্পমেয়াদী ফসল, শীতকালীন আগাম শাক-সবজী সহ ধান-পাট চাষে অল্প সময়ে লাভ বেশী হওয়ায় সে দিকে চাষিরা ঝুকে পড়াই আখ রোপন ব্যাপকহারে কমে যাওয়া মিলের উৎপাদন খরচ একই থাকায় মিলটির লোকসান হচ্ছে।

এ লোকসান কেটে ওঠতে হলে কম পক্ষে ১ লক্ষাধিক মেট্রিক টন মাড়াই করতে পারলে নো লস নো প্রোফিটে মিল চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com