৮:১২ অপরাহ্ণ, মার্চ ০৯, ২০১৯
স্টাফ রিপোর্টার : উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপুর সমর্থনে প্রস্তুতি সভা করেছে যুবলীগের নেতা-কর্মীরা।
শনিবার (৯ মার্চ ) দুপুরে শহরের নছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে সদর উপজেলা পূর্ব-পশ্চিম ও পৌর যুবলীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্ল্যাহ আল নোমান।
সদর উপজেলা পশ্চিম যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে ও পৌর যুবলীগের আহবায়ক আল-আমিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষে অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা আবদুল জাব্বার লাভলু, সদর উপজেলা পশ্চিম যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মাহবুব, ইসমাইল হোসেন, সদর উপজেলা পূর্ব যুবলীগের আহবায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহবায়ক রুপম হাওলাদার, রেজাউল করিম জেনি, মমিন উল্যা সবুজ, মো. জসিম উদ্দিন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, মিজানুর রহমান মিজান, ছগির আহম্মদ ইমন পাটওয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সদর উপজেলার উন্নয়ন কর্মকান্ডকে আরো এগিয়ে নিতে দলমত নির্বিশেষে এ কে এম সালাউদ্দিন টিপুর দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে।
উক্ত প্রস্তুতি সভায় সদর উপজেলা পূর্ব-পশ্চিম ও পৌর যুবলীগের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।