১২:৫৮ অপরাহ্ণ, ফেব্রু ২৩, ২০১৯
ফেনী সংবাদদাতা:
মুমূর্ষু রুগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ- বৃত্তি প্রদানের মধ্য দিয়ে “মধুগ্রাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন”এর ১ম অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ ফেব্রুয়ারি ) বিকেলে ফেনী জেলার পরশুরাম থানার মির্জানগরের মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়।
এতে “মধুগ্রাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর স্বপ্নদ্রষ্টা প্রকৌশলী মামুনের পরিচালনায় ও মোঃ রুবেল মেম্বারের সঞ্চালনায় ভাষা শহীদদের প্রতি দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও মোনাজাত করেন মধুগ্রাম মক্তবের কারী সিরাজুল ইসলাম। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবকগণ।
প্রকৌশলী মামুন বলেন ভবিষ্যতে গ্রামের প্রয়োজনে আর্থ সামাজিক উন্নয়নে উক্ত ফাউন্ডেশন কাজ করে যাবে। মানুষ তার স্বপ্নের সমান বড়। আমরা স্বপ্ন দেখব,স্বপ্ন-ই একদিন আমাদের সঠিক পথে নিয়ে যাবে।
মামুন আরও বলেন,আজ আমাদের অনেক আনন্দ হচ্ছে এই যে গ্রামের সবাই একসাথ হয়ে এই ফাউন্ডেশনে হাত মিলিয়ে ফাউন্ডেশনকে শক্তিশালী করেছে।
রুবেল মেম্বার বলেন,একটি গ্রামকে উন্নত করতে হলে গ্রামের তরুণদেরকে এগিয়ে আসতে হবে।
পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে চারজন রোগী এবং চারজন মেধাবী ছাত্র-ছাত্রীকে আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তি দেয়া হয়।