৬:৩৫ অপরাহ্ণ, আগ ২১, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল চররুহিতা ইউনিয়নে পৌঁছে গেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে স্থানীয় রসুলগঞ্জ বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকিংয়ের একটি শাখা উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও নয়া দিগন্ত পত্রিকার প্রকাশক শামছুল হুদা (এফসিএ)। এরই মধ্য দিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৬২ হাজার মানুষের দোরগোড়ায় পৌঁছে গেল ব্যাংকিং সেবা। এজেন্ট শাখাটির স্বত্বাধিকারী ‘গাজী ফিশারিজ এন্ড পোল্ট্রি’ নামক স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী আঞ্চলিক প্রধান কর্মকর্তা মোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামছুল হুদা (এফসিএ)। বিশেষ অতিথি ছিলেন, চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির পাটোয়ারী, নবীগঞ্জ ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আবু তাহের, রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আবু আবদুল্লাহ (জাহিদ) ও রসুলগঞ্জ বাজার মার্চ্চেন্ট কমিটির সভাপতি তমিজ উদ্দিন চৌধুরী।
এছাড়াও ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার প্রধান কর্মকর্তা মো. নুর উল্যাহ, রসুলগঞ্জ এজেন্ট শাখার স্বত্ত্বাধিকারী গাজী ফিশারিজ এন্ড পোল্ট্রির প্রতিষ্ঠাতা গাজী মুহাম্মদ মমিন উল্যাহ ও এজেন্ট শাখায় নিয়োগপ্রাপ্ত ব্যাংক প্রতিনিধি শফিউল আলম শফিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সততার সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজ বিশ্বের ১ হাজার ব্যাংকের মধ্যে অন্যতম। সরকারের পাশাপাশি ব্যাংকটি দেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন, কৃষি ও বিদেশী রেমিটেন্স খাতে রাখছে সাফল্যের অবদান।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩