২:১৪ অপরাহ্ণ, অক্টো ১৯, ২০১৯
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন আগামীকাল রবিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে ছাত্রলীগ সূত্রে জানা গেছে।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ সূত্র জানায়, আগামীকাল রবিবার বিকেলে সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সহ-সভাপতি মোহাম্মদ শামছুল ওমর শামীম, সাধারণ সম্পাদক এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আলিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহম্মেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের ভিপি উৎপল বিশ্বাস প্রমুখ।
সম্মেলন উদ্ভোধন করবেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান। চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে থাকবেন সদর উপজেলার হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম বাবুল, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেব, মনির হোসেন ফরহাদ, মাকছুদুল হাসান রোমান, শেখ রাসেল, রিয়াজ হোসেন জয় প্রমুখ।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩