• ঢাকা,বাংলাদেশ
  • মঙ্গলবার | ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:২৭
  • আর্কাইভ

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা

৫:২৭ অপরাহ্ণ, নভে ০২, ২০১৭

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধূরী মাহামুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এর আগে

লক্ষ্মীপুরে নেতার জন্মদিন পালন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দফায় দফায় ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার মান্দারী বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক আলাউদ্দিনের জন্মদিন পালন করছিল তাঁর অনুসারীরা। এ সময় দলীয় কোন্দলের জের ধরে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে একই কমিটির যুগ্ম আহ্বায়ক আবু তালেব ও তাঁর সমর্থকরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। এতে দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাজী নিজাম, ছাত্রলীগকর্মী সম্রাট, সজিব হাসান তাসকিন, ব্যবসায়ী আবদুস সাত্তারসহ ১০ জন আহত হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com