৮:২৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মোখার বিপদ সংকেত নিয়ে উপকূলের বাসিন্দাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সার্বক্ষণিক মাঠে তৎপর ছিল রামগতির কোস্টগার্ড সদস্যরা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের সংকেতের শুরু থেকেই উপকূলজুড়ে তারা প্রচারণা চালিয়ে গেছেন। এছাড়া ঝুঁকি নিয়ে নদীত মাছ শিকারে নিয়োজিত জেলেদের উপকূলে ফিরিয়ে আনার জন্য কাজ করেছেন তারা।
রোববার (১৪ মে) দুপুর ১২ টার দিকে মেঘনা নদীর একেবারে ঝুঁকিপূর্ণ এলাকা রামগতির আলেকজান্ডার সেন্টার খাল সংলগ্ন এলাকায় সতর্কতামূলক মাইকিং করতে দেখা গেছে। এসময় লোকজনের মাঝে ঘূর্ণিঝড় মোখা নিয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও সতর্ক বার্তা প্রচার করা হয়।
পরে নদীতে থাকা অর্ধশতাধিক বাগদা রেণু শিকারীকে নদী থেকে উঠিয়ে আনে কোস্টগার্ড সদস্যরা।
এসময় তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে যেতে বলেন তারা।
রামগতির কোস্টগার্ড সদস্যরা জানায়, ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলের বাসিন্দারা যাতে নিরাপদে থাকে, সেজন্য তাদের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। দুর্যোগপূর্ণ যে কোন পরিস্থিতিতে লোকজনকে উদ্ধারে তারা উপকূলে অবস্থান নিয়েছেন।
এছাড়া কোন জেলে যাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ শিকারে যেতে না পারে, সে জন্য সর্তক দৃষ্টি ছিল তাদের। এছাড়া রামগতির দুর্গম চর আবদুল্লাহ থেকে লোকজনকে সরিয়ে আনতেও প্রস্তুত ছিল তারা।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩