১:০৫ পূর্বাহ্ণ, ডিসে ১০, ২০২০
প্রবাহ ডেস্ক : আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখা এমএফএস খাতের গ্রাহকদের নিরাপত্তায় আরো সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে সম্প্রতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সঙ্গে বিকাশের মতবিনিময় হয়।
রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টার্সে র্যাব এর মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর সাথে মতবিনিময় করেন বিকাশ এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর।
বিকাশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এবং হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম। এ ছাড়াও উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩:৫০ অপরাহ্ণ, ডিসে ১৩, ২০২০