৯:১১ অপরাহ্ণ, ডিসে ২৯, ২০১৬
প্রবাহ ডেস্ক: রাজধানীর গুলশান-১ নম্বর গোল চত্বর এলাকায় অবস্থিত উদয় টাওয়ারের একটি অফিসে জোর করে ৩-৪ জন অনুপ্রবেশ করে বলে অভিযোগ পায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই ভবনটিকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে অভিযান চালানো হলেও অনুপ্রবেশকারীদের কাউকে আটক করা যায়নি। অভিযানের পূর্বে তারা ওই ভবন থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় দু’টি ব্যাগ ও মোবাইল ফোন জব্দ করা হয়। ব্যাগটিতে কোন ধরনের বিস্ফোরক রয়েছে কি-না পরীক্ষা করার জন্য বোম ডিসপোজাল ইউনিট আনা হয়েছে। র্যাব-১ এর উপ অধিনায়ক মেজর আজম অভিযানের বিষয়ে সাংবাদিকদের এ সব তথ্য জানান। তিনি বলেন, উদয় টাওয়ারে অবস্থিত একটি সিকিউরিটিজ এক্সচেঞ্জ অফিসের গার্ড ফোন করে ৩-৪ জন জোর করে তাদের অফিসে প্রবেশ করেছে বলে পুলিশকে জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে যায় এবং ভবনটিকে ঘিরে রাখে। পরে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের যৌথ অভিযান চালানো হয়। কিন্তু ভেতরে অনুপ্রবেশকারীদের কাউকে পাওয়া যায়নি। তারা ভবনের পেছন দিকে থেকে পালিয়ে যেতে পারে বলে ধারণা করছেন তিনি। তিনি আরও জানান, ওই অফিসের ভেতর পরিত্যক্ত অবস্থায় দু’টি ব্যাগ ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ব্যাগের ভেতরে কোন বিস্ফোরক রয়েছে কি-না তা পরীক্ষা করতে বোম ডিসপোজাল ইউনিট আনা হয়েছে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ অফিসের সুপারভাইজার ফরহাদ জানান, ৩-৪ জন জোর করে তাদের অফিসে প্রবেশ করেছে। আর বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে এর আগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিরাজুল ইসলাম ভবনটি থেকে অস্ত্রসহ ৩ মুখোশধারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছিলেন।