• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:৩০
  • আর্কাইভ

খড়ের গাদায় আগুন, লাখ টাকার ক্ষতি

৭:০৬ অপরাহ্ণ, ডিসে ২৩, ২০১৮

চন্দ্রগঞ্জ সংবাদদাতা :

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের আগুনে যুবলীগ নেতা নিজাম উদ্দিনের দুটি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৩ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে যুবলীগ নেতার দাবি। নিজাম মান্দারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

জানা গেছে, স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে এসে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেননি। এতে খড়ের গাদা দুটি পুড়ে ছাই হয়ে যায়।

যুবলীগ নেতা নিজাম উদ্দিন বলেন, আমার কয়েকটি ফার্মের গরু আছে। এজন্য এক লাখ টাকার খড় কিনেছি। বাড়ি পাশেই খড়ের দুটি গাদা করা হয়েছে। কে বা কারা সেগুলো পুড়ে দিয়েছে।

মান্দারী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কলিম উল্যা বলেন, ঘটনাটি দুঃখজনক। এ এলাকায় এই ধরণের ঘটনা কখনোই ঘটেনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com