১:৩০ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ভবানীগঞ্জের শরীফপুর গ্রামে এ আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি শাহ মো. এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ ছবিউল করিম ছবি, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহম্মেদ ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য মো. আজাদ।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি ইউসুফ আলী সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম একরাম, স্বেচ্ছাসেবক দল নেতা শিপন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দিন, সদস্য সচিব বায়োজিদ হোসেন ভূঁইয়া প্রমুখ।
শেষে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আজাদ জেলা যুবদলের সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা প্রদান করেন।