• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৫৬
  • আর্কাইভ

কারাবন্দি যুবলীগ নেতা মনিরের পরিবারের পাশে যুবলীগ নেতা রিয়াজ

১১:১৩ অপরাহ্ণ, মে ০২, ২০২২

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেনের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজ। গত কয়েকদিন থেকে মনির হোসেন একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দি আছেন।

তাই ঈদুল ফিতর উপলক্ষে তার পরিবারের সদস্যদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন রিয়াজ। এ সময় তিনি হাজিরপাড়া ইউনিয়নের চোরঙ্গী ডাক্তার বাড়িতে মনিরের পরিবারের সদস্যদের জন্য ঈদ সামগ্রী নিয়ে যান।

রিয়াজ বলেন, মনির আমার রাজনৈতিক সহযোদ্ধা। একটি রাজনৈতিক হয়রানিমূলক মামলায় সে গ্রেফতার হয়ে জেলে আছে। দলের দুঃসময়ের রাজপথের এ নেতা এবং তার পরিবারের খোঁজ কেউ রাখেনি। এ ঈদে দলের পক্ষ থেকেও কোন খবর নেওয়া হয়নি। তাই বিবেকের তাড়নায় তার বাড়িতে ছুটে আসি। আমি সবসময় তাদের পাশে আছি এবং মনিরের নিঃশর্ত মুক্তির দাবি জানাই। তার মুক্তিতে দলীয় নেতারা যেন আন্তরিক হয়, সে কামনা করছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com