৬:৪১ অপরাহ্ণ, নভে ২১, ২০১৯
কমিউনিটি পুলিশিং সেল চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত হলেন লক্ষ্মীপুর সদর থানা কমিউনিটি পুলিশিং সেল সাধারণ সম্পাদক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পী। ২০ নভেম্বর ২০১৯ তারিখে চট্টগ্রাম পুলিশ লাইনস্থ পুলিশ সিভিক সেন্টারে সৈয়দ বাপ্পী শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম এর নিকট থেকে। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়েজ আহম্মদ ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া প্রমুখ।
জানা যায়, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও লক্ষ্মীপুর বণিক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ বাপ্পী ২০১২ সাল থেকে কমিউনিটি পুলিশিং সেলের সাথে জড়িত রয়েছেন। সৈয়দ বাপ্পীর এমন অর্জনে তাকে লক্ষ্মীপুরের সুধীজন ধন্যবাদ জানিয়েছেন। (বিজ্ঞপ্তি)