২:২৬ অপরাহ্ণ, আগ ১৪, ২০১৭
বিশেষ প্রতিনিধি :
শ্রী শ্রী জন্মাষ্টামী উপলক্ষ্যে শোভাযাত্রা বের করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কমলনগর উপজেলা শাখা।
সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। এতে প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্ল। বিশেষ অতিথি ছিলেন কমলনগর থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস ও ৭নং হাজিরহাট ইউপি চেয়াম্যান নিজাম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি মিলন মন্ডল সাধারণ সম্পাদক শংকর দাস উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ঋষিকেশ মজুমদার সাধারণ সম্পাদক বিরেশ্বর চক্রবর্তী। শোভাযাত্রার সর্বিক ব্যাবস্থাপনায় ছিল শ্রী শ্রী হরি নারায়ণ সেবাশ্রম হাজির হাট।