৯:১৫ পূর্বাহ্ণ, আগ ১০, ২০১৭
বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স খাসেরহাট বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানিয়েছেন রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিউদ্দিন।
রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে আসে।
বাজার ব্যবসায়ীরা জানান, ভোরে বাজারের দোকানঘর আগুনে পুড়তে দেখে রামগতি ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।