১২:৫২ অপরাহ্ণ, সেপ্টে ০৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় মো. খোকন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের কমলনগর উপজেলার সওদাগর রাস্তার মাথায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. খোকন উপজেলার চর লরেন্স ইউনিয়নের ছটকি বাড়ির মো.তছলিমুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া দ্রুত গতির একটি যাত্রীবাহী লেগুনা খোকনের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন।
নিহতের স্বজনেরা জানায়, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত খোকনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ২৯ আগস্ট খোকন ওমান থেকে দেশে ফিরেন বলে জানায় স্বজনেরা।
লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোতাহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩