নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে আবরার জিহান আবির নামে ১৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দুপুর ৩ টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া গ্রামের ফোরকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু জিহান ওই এলাকার ইসমাইল হোসেন বিপ্লবের ছোট ছেলে।
শিশুটির পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
পরিবার সূত্র জানায়, দুপুরের দিকে আবরার জিহান আবির বাড়ির লোকজনের অগোচরে ঘরের পাশের একটি ক্ষেতে থাকা গর্তে নেমে পড়ে। অনেক খোঁজাখুজি ওই গর্তে মৃতদেহ পাওয়া য়ায়।
তাদের ধারণা- গর্তের পানিতে ডুবে শিশু জিহানের মৃত্যু হয়েছে।