১:০৬ অপরাহ্ণ, সেপ্টে ২৫, ২০১৯
প্রবাহ ডেস্ক :লক্ষ্মীপুরের কমলনগরে শারমিন আক্তার (২১) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর লরেন্স গ্রামের নিহতের স্বামীর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শারমিন আক্তার কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের চর লরেন্স গ্রামের মো. সুমনের স্ত্রী।
পুলিশ জানায়, ভোরে বাড়ির লোকজন গৃহবধু শারমিন আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মৃতদেহটি উদ্ভার করে।
এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী মো. সুমন হোসেন ও শ^শুরসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। তবে, শারমিনের পরিবারের দাবি- নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর বলা যাবে। তাছাড়া মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩