৮:৩৭ পূর্বাহ্ণ, অক্টো ১৩, ২০১৭
বিশেষ প্রতিনিধি :
কক্সবাজার উখিয়াতে লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদ নামে আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে। লক্ষ্মীপুর পৌর মেময় আলহাজ্ব আবু তাহেরের উদ্দ্যোগে উখিয়া রোহিঙ্গা শরণার্থীদের নামাজ আদায়ের জন্য এ জামে মসজিদ নির্মাণ করেন।
শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির শুভ উদ্বোধন করা হবে।
সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু মসজিদের নির্মাণ ও উদ্বোধন এর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে:
লক্ষ্মীপুর পৌরসভা, বনিক সমিতি, ইমাম সমিতি ও চকবাজার মসজিদের পক্ষ থেকে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য আজ সোমবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের নিকট ১৯ লাখ ৭০ হাজার নগদ টাকা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান ও লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, মাও: আবু তাহের সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া ৩ লাখ টাকার খাদ্য সামগ্রী আগামী কাল মঙ্গলবার সকালে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গাদের মাঝে বিতরন করা হবে। উল্লেখ্য যে, এর আগে পৌর মেয়র আবু তাহেরের নেতৃত্বে ত্রাণবাহি বহর রোববার রাত সাড়ে দশটার দিকে লক্ষ্মীপুর চক বাজার থেকে রওয়ানা হয়। পরে আজ সোমবার ভোরে তারা কক্সবাজার পোঁছে। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নগদ অর্থ রোহিঙ্গাদের জন্য তুলে দেওয়া হয়।
কক্সবাজার থেকে কালের প্রবাহকে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩