৯:২১ অপরাহ্ণ, অক্টো ০৭, ২০১৬
ক্রীড়া প্রতিবেদক ইমরুল কায়েসের দুর্দান্ত সেঞ্চুরি এবং সাকিব আল হাসানের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে ঐতিহাসিক এক জয়ের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৩১০ রানের বিশাল লক্ষ্যকে সহজ বানিয়ে ফেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। উইকেটে রয়েছে দলের সেরা দুই ব্যাটসম্যান- ইমরুল কায়েস এবং সাকিব আল হাসান। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের প্রয়োজন ৫৪ বলে ৪৫ রান। ৩১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন ইমরুল কায়েস। যার ফলশ্রুতিতে এলো তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। পাশাপাশি অন্য ব্যাটসম্যানরা যখন ব্যর্থতার পরিচয় দিচ্ছিলেন, তখন সাকিব আল হাসান এসে হাল ধরেন। ৩৯ বলে হাফ সেঞ্চুরি করার পর ইংলিশ বোলারদের সামনে ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। একের পর এক বলকে পাঠাচ্ছেন বাউন্ডারির বাইরে।
৪:৫৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১
৮:৩২ অপরাহ্ণ, জানু ০৯, ২০২১