৬:৫২ অপরাহ্ণ, ডিসে ১৯, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নৌকার প্রার্থী মহজোটের শরিক বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন, স্বাধীনতার পর থেকে তিনটি রাজনৈতিক দল পালাক্রমে সরকার গঠন করেছে। সব সরকারের কর্মকান্ড বিশ্লেষন করলে দেখা যায়-শেখ হাসিনার নেতৃত্বে পরপর দুই মেয়াদে দেশে যে উন্নয়ন হয়েছে তা বাংলাদেশে ইতিহাসে এই প্রথম। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে আবারও সরকার প্রধান করতে হবে। তাঁর বিকল্প নেই।
বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনে বিজয়ী হলে রামগতি ও কমলনগরের নদী ভাঙন রোধে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। অস্বচ্ছল পরিবারগুলোর তালিকা করে প্রতিটি পরিবার থেকে অন্তত একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। কৃষকদের জন্য সার-বীজের সহজ প্রাপ্তি ও মৎস্যজীবীদের জন্য মৎস্য সংরক্ষণ ও বিপণন কেন্দ্র স্থাপন করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক নুরুল আমিন রাজু প্রমুখ।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩