• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:৫২
  • আর্কাইভ

ঈদে টানা ৬ দিনের ছুটি

৯:১৬ অপরাহ্ণ, জানু ০৮, ২০১৬

প্রবাহ রিপোর্ট : পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকুরেদের টানা ৬ দিনের ছুটি দিতে ১১ সেপ্টেম্বরও (রবিবার) ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই ছুটির পরিবর্তিত হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর অফিস করতে হবে সরকারি চাকুরেদের। সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর (রবিবার) সরকারি ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর (শনিবার) কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে। আদেশে আরও বলা হয়েছে, যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বা যে সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে সেক্ষেত্রে তারা জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৮ সেপ্টেম্বরের পর আবার অফিস করবেন ১৫ সেপ্টেম্বর। ৯ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ছুটি কাটাবেন সরকারি চাকুরেরা। আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ঈদুল আজহার ছুটি থাকবে ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদুল আজহার সময় টানা ৯ দিনের ছুটি দিতে ১১ সেপ্টেম্বরের সঙ্গে ১৫ সেপ্টেম্বরও ছুটি দেওয়ার প্রস্তাব করেছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ সেপ্টেম্বরের ছুটি মঞ্জুর করেন। সোমবার মন্ত্রিসভা বৈঠকে দু’দিন ছুটি দেওয়ার বিষয়টি আলোচিত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আলোচনা হয়েছে একটুখানি, তবে চূড়ান্ত হয়নি। সামারি (প্রস্তাবের সার-সংক্ষেপ) সই হলে তখন বলতে পারব। আলোচনা হাফডান, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।’ আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন। এরপর ১১ সেপ্টেম্বর রবিবার অফিস খোলা ছিল। ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর (সোম, মঙ্গল ও বুধ) হচ্ছে ঈদের ছুটি। ১১ সেপ্টেম্বর ছুটি হওয়ায় আগামী বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অফিস করেই গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন সরকারি চাকুরেরা। প্রসঙ্গত, গত ঈদুল ফিতরের সময় শবে কদর, সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের ছুটি মিলিয়ে টানা ৯ দিন ছুটি দিতে মাঝখানের (৪ জুলাই) একদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com