২:১৮ পূর্বাহ্ণ, ডিসে ২২, ২০১৮
প্রবাহ ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৩০ (ডিসেম্বর ) তারিখ যতই এগিয়ে আসছে ততই মনে হচ্ছে আওয়ামীলীগ এবং শেখ হাসিনা সঠিক ট্র্যাকেই আছে।
শনিবার (২২ ডিসেম্বর) রাতে ১টার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি পোস্ট দিয়ে এই বিশ্বাসের কথা জানান আলাউদ্দন।
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এম আলাউদ্দিনের ফেসবুক পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো:
আজ থেকে ১ মাস আগেও সংকিত ছিলাম আওয়ামীলীগ ক্ষমতায় আসবে তো!
না আসলে দেশটার কি হবে?
৩০ তারিখ যতই এগিয়ে আসছে ততই মনে হচ্ছে আওয়ামীলীগ এবং শেখ হাসিনা সঠিক ট্রাকেই আছে।
কেন এমন মনে হচ্ছে?
নির্বাচনের আগে কিছু পটভূমি পরিবর্তন হয়, সমাজের গ্রহনযোগ্য ব্যক্তিবর্গ আস্থার জায়গায় অবস্থান নেয়। ১৫০ সাবেক সেনা কর্মকর্তা সহ ৩০০+ আমলা যেদিন শেখ হাসিনার উপর আস্থা ঘোষণা করলো সেদিনই মনে হলো আরেকটা নিরব বিপ্লব ঘটতে যাচ্ছে। দেশের শীর্ষ ৪০০০ ব্যবসায়ী শেখ হাসিনার সাথে একাত্বতা ঘোষণা করলো, এই সাড়ে চার হাজার মানে প্রায় অর্ধ কোটি ভোটের মেসেজ নৌকার প্রতি।
তিন বাহিনীর সিনিয়র অফিসারদের নিয়ে টকশো দেখলাম, শেখ হাসিনার প্রতি তাদের কৃতজ্ঞতায় আমি বেশ অভিভূত হয়েছি, এটাও একটা মেসেজ।
অতীতে কোন নির্বাচনেই সেলিব্রেটিদের অংশগ্রহণ দেখা যায় নাই হাতে গোনা প্রার্থী ছাড়া। এবার অধিকার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সরাসরি নৌকার হয়ে কাজ করছে। এটি শেখ হাসিনার ভালোবাসার অর্জন।
ক্রিকেট অঙ্গনে কি বিএনপি জামাত একেবারেই আসে নাই? অবশ্যই এসেছে, তবে যারাই এসেছে সবাই লীগ হয়ে গেছে। কেন হয়েছে? শেখ হাসিনার ভালোবাসা। আর মাশরাফি তো বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বড় হয়েছে।
দলীয় কোন্দল এমন পর্যায় ছিলো যে, ৩০/৩৫ এর বেশি আসন পাওয়ার কথা নয়। পক্ষান্তরে অধিকাংশ আসনেই কোন্দল মিটিয়ে সবাই এক মঞ্চে। আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ আওয়ামীলীগ কে কেউ হারাতে পারেনা।
৪২০০ নমিনেশন বিক্রি দেখে ঘাবড়ে গিয়েছিলাম, কিভাবে হবে?
আওয়ামীলীগের গণজোয়ার শুরু হয়েছে, এর মূল কারন বিগত ১০ বছরে একমাত্র শেখ হাসিনার অর্জন আর মূল্যায়ন।
গত নির্বাচনে সারা বিশ্ব বিরোধিতা করেছিলো, সেই বিশ্ব এবার আগেই ডিক্লেয়ার করেছে শেখ হাসিনাকে আবারও দেখতে চায়। ২/৪ টি দেশ আমাদের অর্জনের উপর হিংসা করেই পরিবর্তন চায় তবুও তারা নিরবে শেখ হাসিনার পক্ষে।
এত এত গ্রহনযোগ্য মানুষ যার পক্ষে বিএনপি ফ্রড কিছু আসন পেতে পারে সেটাই ভাবার বিষয়।
ওরা আওয়ামীলীগ কে ৩০ আসন দিয়েছে, দিন যত এগিয়ে আসছে ওদের ৩০ আসন পাওয়ার সম্ভাবনা হারিয়ে যাচ্ছে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
শান্তির প্রতিক নৌকা।নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক।
লেখক:- এম আলাউদ্দন
৭:৫৯ অপরাহ্ণ, নভে ১২, ২০১৯