২:৫১ অপরাহ্ণ, এপ্রি ২২, ২০১৮
নিজস্ব প্রতিনিধি :
আওয়ামীলীগের আমলে মসজিদ মাদ্রাসার উন্নতী হয়েছে। মন্দিরের উন্নতী হয়েছে। মাদ্রাসার ছাত্রদের চাকরির ব্যবস্থা করেছেন আওয়ামীলীগ সরকার। এ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।
শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যা উপজেলার নবীনগর সানকিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা দিঘলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু এসব কথা বলেন।
ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা যুবলীগের সদস্য শেখ হারুন, সদর উপজেলা পূর্ব যুবলীগ আহ্বায়ক আহম্মেদ শরীফ,১ম যুগ্ম-আহ্বায়ক শারিয়ার রাশেদ,যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম সুমন,দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মজিবুর রহমানসহ প্রমুখ।
সম্মেলন উদ্বোধন করেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃমনোয়ার হোসেন মঞ্জু। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যদিয়ে সম্মেলন শেষ হয়।