৩:৪৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার অপহরণ মামলার আসামী মো. রবিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন মইজ্জ্যার টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়।
রবিন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের ছমর উদ্দিন হাওলাদার বাড়ীর সামছুল আলমের ছেলে।
জানা গেছে, সম্প্রতি ১৭ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে নিয় যায় রবিন। পরে পরিবারের অমতে অপ্রাপ্ত বয়ষ্ক ওই মেয়েকে বিয়ে করে সে। এ ঘটনায় গত ২০ মে কিশোরীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণের ঘটনায় অভিযুক্ত যুবক রবিনকে গ্রেফতার করে।