• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:২৭
  • আর্কাইভ

অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চূড়ান্ত পর্বে বাংলাদেশ

৯:৩৩ অপরাহ্ণ, জানু ২৯, ২০১৭

প্রবাহ ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই এএফসি অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচেও তাদের জয় অনেকটা অনুমিতই ছিল। আর হলোও তাই। সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ গোলে হারিয়েছে ছোটনের শিষ্যরা। ফলে গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে ‘সি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে পা রাখল বাংলাদেশের মেয়েরা। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ আর প্রচন্ড গরমের কারণে দু’দলের জন্যই স্বাভাবিকভাবে খেলা কষ্টকর ছিল। তারপরও এরই মাঝে বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন। ৩ মিনিট পার হওয়ার আগেই বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যায়। অন্যান্য ম্যাচের মত এ ম্যাচেও মাঠে আধিপত্য করেছে বাংলাদেশ দলই। একের পর এক আক্রমণে আমিরাতের সীমানা কাপিয়ে দিচ্ছিল কৃষ্ণা, সানজিদা ও মারিয়ারা। শুরুতেই গোল পাওয়াতে মনে হয়েছিল এ ম্যাচেও গোলের বন্যাই বইবে। জয় পেলেও বিরূপ আবহাওয়ার কারণে ব্যবধানটা প্রত্যাশা মত হয়নি। বাংলাদেশ দলের গোলের সংখ্যা আরও বাড়তে পারত। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল। এছাড়া একটি পেনাল্টি শটও মিস করে তারা। আগের ম্যাচে দুই পেনাল্টি শটে গোল করা শামসুন্নাহার এ ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে পারেননি। খেলার ৫১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কৃষ্ণা। এরপর ৫৫তম মিনিটে নিজের গোলের খাতা খুলেন আনুচিং। ৮৬তম মিনিটে প্রতিপক্ষের দেয়ালে শেষ পেরেকটি ঠুকেন তহুরা। ম্যাচের বাকি সময় আরও আক্রমণ চালিয়ে গেলেও গোল পায়নি বাংলাদেশের মেয়েরা। ফলে ম্যাচ শেষে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। এ ম্যাচ শেষে পাঁচ ম্যাচে বাংলাদেশের মোট গোলসংখ্যা দাঁড়াল ২৬টি। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচেই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশের মেয়েরা। আগামী ২০১৭ সালের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com