• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | বিকাল ৫:২৬
  • আর্কাইভ

অধ্যক্ষ খালেদ সাইফুল্লাহকে বিদায়ী সংবর্ধনা

৯:১৭ অপরাহ্ণ, সেপ্টে ২১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিরতলী দারুসসুন্নাহ্ ইসলামিয়া আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে একাডেমিক ভবন প্রাঙ্গণে এ আয়োজন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

শাহ্ ওয়ালী উল্যাহ ইসলামিক সেন্টার বাংলাদেশের চেয়ারম্যান নাজমুস সা’দাত আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

এছাড়াও উপস্থিত ছিলেন আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন কামাল, জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম, দাতা সদস্য হাফেজ মাওলানা আনিছুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছির উদ্দিন আল কামাল, শামছুল হুদা ইন্টারন্যাশনা স্কুলের অধ্যক্ষ সেলিম উদ্দিন নিজামী, হাজিরপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসার সুপার মো. খোরশেদ আলম প্রমুখ।

বক্তারা বলেন, হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহর তত্ত্বাবধানে জামিরতলী দারুসসুন্নাহ্ ইসলামিয়া আলিম মাদ্রাসার সুনাম বহুগুণ বেড়েছে। তিনি জেলার পূর্বাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদার্ন রেখেছেন। এছাড়াও আধুনিক বিজ্ঞানভিত্তিক ও কারিগরি শিক্ষার সংমিশ্রণ করে মাদ্রাসা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ গঠনের পথ সুগম করার দাবি জানান বক্তারা।

পরে শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষ হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ ও বিদায়ী স্টাফ হাফেজ হোসেন আহমদের হাতে একাধিক সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com