১:১০ অপরাহ্ণ, ডিসে ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ৪র্থ মেয়াদের দুই বছর পূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আনন্দ র্যালি ও সমাবেশ করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের বিদ্যা নিকেতন মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় এতে জেলা
আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
পরে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের অংশ গ্রহণে আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।
৩:১০ অপরাহ্ণ, জানু ২৬, ২০২১