১১:০৯ অপরাহ্ণ, আগ ২৩, ২০২২
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে হাসান চৌধুরী নামে এক সার ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সরকারী নির্ধারিত মূল্যের ২২ টাকা ইউরিয়া সার ২৫ টাকা এবং ২২ টাকার টিএসপি সার ২৫ থেকে ২৭ টাকা বিক্রি করার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার হাজিরহাট বাজারের মেসার্স চৌধুরী ট্রেডার্সের মালিক সার ডিলার হাসান উল্যা সরকারী দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করেন। স্থানীয় কৃষক ভাসান চন্দ্র দাস, আবুল খায়ের ও মো. রাসেলের কাছ থেকে সারের দাম বেশি রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কৃষকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ কৃষকদের ফেরত দেওয়া হয়।
তিনি বলেন, কৃষির অন্যতম উপকরণ রাসায়নিক সার ন্যায্য মূল্যে প্রাপ্যতা কৃষকের নিকট নিশ্চিতকরণের লক্ষ্যে সারের সরবরাহ ও বিপণন কার্যক্রম তদারকি করা হচ্ছে।
৭:৩৫ পূর্বাহ্ণ, জানু ৩০, ২০২৩