৫:৪৭ অপরাহ্ণ, অক্টো ২৩, ২০১৭
সংবাদদাতা:
বিএনপির অন্দোলন-সংগ্রাম চলাকালে দায়েরকৃত বিষ্ফোরণে হত্যাসহ তিন মামলার আসামী ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া (ডিএস ভূঁইয়া বাবু) আদালতে আত্মসমর্পন করেছেন।
রবিবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্ব-শরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় অত্র আদালতের বিচারক ফারজানা আক্তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।এসময় উপজেলা বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ সহ অসংখ্য নেতাকর্মী আদালত এলাকায় জড়ো হয়।
ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন ভূইয়া বাবু লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ১০নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তিনটি মামলার মধ্যে ১টি হত্যা ও অপর দু’টি বিষ্ফোরণ মামলা।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হারুন-অর-রশিদ হারুন বিষয়টি নিশ্চত করেন। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় শৈরাচার সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করে। ওই সময় পুলিশের দায়ের করা নাশকতার মিথ্যা মামায় রাজপথের লড়াকু সৈনিক মেধাবী ছাত্রদল নেতা ডিএস ভূইয়া বাবুকে আসামি করা হয়। ওই মামলায় আজ বাবু নিজেই আত্মসমপূণ করেছেন। এ মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত বাবুকে নিঃশ্বর্তে মুক্তির দাবী জানাই।