২:৫৫ অপরাহ্ণ, নভে ২৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, তাঁর সহধর্মিনী শিল্পী পাল এবং দুই সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এছাড়া জেলা প্রশাসকের বাসভবনের প্রহরী ও কার্যালয়ের সার্ভেয়ারেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা সিভিল সার্জন ডা: আব্দুল গাফ্ফার বলেন, শুক্রবার (২০ নভেম্বর) লক্ষ্মীপুরের ডিসিসহ অন্য আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়। রোববার তাদের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে তাদেরকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৯:৩২ অপরাহ্ণ, জানু ১৮, ২০২১
৯:২০ অপরাহ্ণ, জানু ১১, ২০২১