• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:১৩
  • আর্কাইভ

স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সম্পাদক পদে তুহিন নির্বাচিত

৭:০৮ অপরাহ্ণ, নভে ১৫, ২০১৯

মেরাজ চৌধুরী :

স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নাহিদ হাসান তুহিন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর ) সকাল ৯টা-১২টা এবং ২টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণে ৮৪ জন ভোটারের মধ্যে ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি একরাম হোসেন রাকিব ক্রিকেট বল প্রতীকে ৩৭ ভোট এবং প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান দপ্তর সম্পাদক নাহিদ হাসান তুহিন ক্রিকেট ব্যাট প্রতীক ভোট পেলেন ৪০টি।

নির্বাচন পরিচালনার দ্বায়িত্বে ছিলেন,স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের  উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন, স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাফাজ্জল হোসেন ভুঁইয়া টিটু ও মোস্তাফিজুর রহমান সুমন।

প্রসঙ্গত : স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন রাজিব সাম্প্রতিক সৌদি আরব যাওয়ার কারণে উক্ত পদ শূন্য হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com