• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ১:৫৭
  • আর্কাইভ

স্কুলের পাঠদান বন্ধ, সাংস্কৃতিক অনুষ্ঠান ! অভিভাবকদের ক্ষোভ

১২:৪৯ অপরাহ্ণ, অক্টো ২৯, ২০১৭

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়ালে চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার সন্নিকট সময়ে পাঠদান বন্ধ রেখে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান হয়েছে। অনুষ্টান চলাকালীন সময়ে বিকট শব্দের কারণে পাশের চর মেহের সরকারী প্রাথমিক বিদ্যালয়েও কোন পাঠদান দিতে পারেনি শিক্ষকরা। ফলে অভিভাবকদের মাঝে অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

বৃহস্প্রতিবার ( ২৯ অক্টোবর ) সকাল ১০ টায় শুরু হয়ে ৩ টা পর্যন্ত চলে। রামগতির প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তা স্কুলের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়।

একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগে এবছর প্রায় সময় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে নাই। এছাড়া সরকারি অন্যান্য ছুটি থাকায় বছরের বেশিরভাগ সময়ই স্কুল বন্ধ থাকে। আবার ক্লাস বন্ধ রেখে এরকম গানের অনুষ্ঠানে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।’

এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আবদুল মতিন মুঠোফোনে জানান, মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চিঠির পেয়ে তিনি গান চালানোর অনুমিত দিয়েছেন।

রামগতি মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান,স্কুলে মাইক লাগিয়ে গানের অনুষ্ঠান চালাতে বলেননি তবে প্রাইমারি স্কুলে পাঠদান অসুবিধে হয়েছে এ বিষয়ে তিনি জানতেননা। ওই সময়ে জানলে তিনি ব্যবস্থা নিতেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com