৮:৪৪ অপরাহ্ণ, ডিসে ২৭, ২০১৬
কালের প্রবাহ রিপোর্ট : সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেট (এসপি) মাহমুদুর রহমান সেলিমের (বিপিএম) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানান রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন । এসময় ডাকাতদের মারধরে এসপি সেলিমের বাবা-মা আহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসপি সেলিমের ভাই মোক্তার হোসেন বলেন, ভোর রাতে দিকে একদল ডাকাত অস্ত্র-শস্ত্র নিয়ে গেটের তালা কেটে বিল্ডিংয়ের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে আমার মা-বাবাকে বেঁধে মারধর করে ৬-৭ ভরি সোনার গহনা নিয়ে যায়। খবর পেয়ে রায়পুর থানার উপ পরিদর্শক নুরুল আমিন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে খবর পেয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ও কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ডাকাতির ঘটনায় থানায় মামলা করা হবে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩