১:৩৭ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরে ব্যাপকহারে বেড়েছে সিএনজি চালকের দৌরাত্ম্য। এতে অতিষ্ঠ যাত্রীসাধারণ। নির্দিষ্ট ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি চালকেরা। যাত্রীরা এক প্রকার জিম্মি হয়ে আছে তাদের কাছে।
এদিকে দুর্ঘটনা প্রতিরোধে সিএনজি চালকদের পাশের আসনে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না চালকেরা। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লক্ষ্মীপুর পুলিশ সুপার বরাবর খোলা চিঠি লিখেছে স্থানীয় এক যুবলীগ নেতা। পরে দৈনিক কালের প্রবাহ পত্রিকার অনলাইনে চিঠি পরিবেশন করা হলে বিষয়টি নজরে আসে জেলা পুলিশ সুপারের।
পরিবেশিত সংবাদের পরিপ্রেক্ষিতে অতিদ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন ।
পত্র লেখককে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার (১৮জুন) রাতে ফেসবুকে দেয়া মন্তব্যে সকলের সহযোগীতা কামনা করে সামাজের প্রয়োজনে সকলকে এগিয়ে আসার অাহ্বান জানান তিনি।