• ঢাকা,বাংলাদেশ
  • বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৪২
  • আর্কাইভ

সারা দেশে নৌকার গণজোয়ার : ওবায়দুল কাদের

১১:০১ অপরাহ্ণ, ডিসে ২৩, ২০১৮

স্টাফ রিপোর্টার :  সারা দেশে নৌকার গণজোয়ার। ১৯৭০ সালেও জনতার এত ঢল দেখিনি। জনতার এমন ঢলই বলে দেয় নৌকার বিজয় নিশ্চিত। কথাগুলো বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের চন্দ্রগঞ্জ বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঐক্যফ্রন্টে নেতা নেই, মাথা নেই। নেতা ছাড়া নিবার্বচন করছে। তারা জগাখিজুড়িতে পরিনত হয়েছে। তারা বলে নিরপেক্ষতা নেই। নিরপেক্ষতার সহজ সরল সংজ্ঞা তারা মানে না। আইন মানে না, নির্বাচন কমিশন মানে না। প্রচারে অংশ নিচ্ছে না, কেবল নালিশ করছে। বিএনপি এখন নালিশ পার্টি। তলে তলে তারা কি ষঢ়যন্ত্র করছে তা নিয়ে আমরা শঙ্কিত।

কাদের বলেন, বিএনপি দিয়েছে খুন, সন্ত্রাস। তারা আগুন সন্ত্রাস। ক্ষমতা এলে আবারও দুনীতি দিবে। কেউ শান্তিতে থাকতে পারবেনা। শপথ নিন বিজয়ের এ মাসে স্বাধীনতার শত্রুকে ভোটের মাধ্যমে চুড়ান্তভাবে বিদায় দিবো।

সড়কমন্ত্রী আরও বলেন, নেত্রী বলেছেন গ্রামকে শহর বানাবেন, এরই মধ্যে অর্ধেক গ্রাম শহর হয়ে গেছে।  বাকীসব গ্রামকে অাধুনিক শহরে পরিনত করা হবে। নৌকায় ভোট দিলে আগামী ৮ মাসের মধ্যে ১০০ ভাগ বিদ্যৎ নিশ্চিত করা হবে। লক্ষ্মীপুরের ঘরে ঘরে গ্যাস যাবে। প্রত্যেক পরিবারের একজন করে চাকরি দেওয়া হবে। চন্দ্রগ্রঞ্জ থানাকে উপজেলা করা হবে।

এসময় বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী বিমানমন্ত্রী একেএম শাহাজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়কড় উপ কমিটির সহ সম্পাদক আবদুরজ্জাহের সাজু, আওয়ামী লীগ নেতা শাসছুল ইসলাম পাটোয়ারি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com